দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৩টি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার ‘বিরল’ ঘটনা ঘটেছে। রায়, সেরু ও আলফ্রেড নামের এই ৩টি ঘূর্ণিঝড় এখনো সক্রিয় রয়েছে। এতে শঙ্কিত আবহাওয়াবিদরা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে ঘূর্ণিঝড়, তবে একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া বিরল।
বিশেষজ্ঞরা বলছেন, উত্তর আটলান্টিকে সেপ্টেম্বরে একসঙ্গে তিনটি হারিকেন হওয়া অস্বাভাবিক নয়, তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য এটি ব্যতিক্রমী ঘটনা।
গত ২১ ফেব্রুয়ারি রায় ঘূর্ণিঝড়টি ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।
আলফ্রেড সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে।
সেরু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া সব সময় অনিশ্চিত। অনেক সময় এমন পরিবর্তন ঘটে যা বিজ্ঞানীরা আগেভাগে বুঝতে পারেন না। তাই একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত হলেও অসম্ভব নয়।
এর আগে গত বছরের নভেম্বরে প্রশান্ত মহাসাগরে একই সঙ্গে ৪টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ইতিহাসে এই ঘটনা যেমন বিরল, তেমনি আতঙ্কেরও ছিল। কারণ সেগুলো একই সময়ে শক্তি সঞ্চয় করছে এবং একের পর এক প্রভাব ফেলেছিল ফিলিপাইনে।
দুর্যোগের ইতিহাসে এটি ছিল একটি বিরল ঘটনা, যাতে শঙ্কিত হয়ে পড়েছিলেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছিলেন, ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এ ঘটনার তিন মাস না যেতেই এবার একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা দেখা মিলল।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































