• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা, কাজে ফিরতে আহ্বান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৬:২৬ পিএম
সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা, কাজে ফিরতে আহ্বান

ক্ষমতা গ্রহণের দুই দিন পর আফগানিস্তানের সরকারি কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা করছে তালেবান।

আল-জাজিরা জানায়, মঙ্গলবার (১৭ আগস্ট) আগের সরকারের অধীনে কর্মরত সব কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান নেতারা। সমস্ত সরকারি কর্মীদের তাদের নিজ নিজ পদে কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছে তালেবান।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, “দেশের সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুতরাং আপনারা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে যেতে পারেন।”

এছাড়াও নতুন সরকারে নারীসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও জানান তালেবান নেতারা।

সংস্কৃতি পরিষদের সদস্য এনামুল্লাহ সামাঙ্গানি বলেন, “নতুন সরকারের অবকাঠামো এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে সম্পূর্ণরূপে ইসলামী শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

এসময় শরীয়াহ আইন অনুযায়ী নতুন সরকার গঠনেরও ইঙ্গিত দেন এই তালেবান নেতা।

Link copied!