বিশ্বখ্যাত রান্নাবিষয়ক রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় কিশোয়ার চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেছেন।
বাংলাদেশি রান্নার ঐতিহ্য আর বাঙালি সংস্কৃতি নিজের রেসিপিতে তুলে ধরে আসরের শুরু থেকেই দর্শকপ্রিয়তা পান বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার।
ফাইনালে জাস্টিন নারায়ণ এবং পিট ক্যাম্পবেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন কিশোয়ার। এবারের আসরের ফাইনালে জাস্টিন প্রথম ও পিট দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
প্রতিযোগিতায় একের পর এক চমক দেখিয়ে বিশ্বজুড়ে বাঙালিদের মন জয়ে করে নেন কিশোয়ার। পান থেকে শুরু করে পান্তা ভাতের মত বাঙালি খাবারের রেসিপিতে বিচারকদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
প্রতিযোগিতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশি খাবারের রান্নার বই প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেছেন কিশোয়ার চৌধুরী।