• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অস্ত্র পাচার বন্ধে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১২:৫৪ পিএম
অস্ত্র পাচার বন্ধে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মামলা

যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশে অস্ত্র পাচারের মাধ্যমে সহিংসতা ছড়ানোর অভিযোগ তুলেছে মেক্সিকো। অস্ত্র পাচারের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলাও করেছে মেক্সিকো সরকার।
 
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠান জেনেশুনেই অবৈধভাবে অস্ত্র পাচারে করছে। মেক্সিকোতে অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য এরাই দায়ী।

ক্ষতিপূরণ বাবদ মার্কিন অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দাবি করেছে মেক্সিকোর কর্মকর্তারা। যদিও আদালত এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। এর প্রতিক্রিয়াতে কোনো মন্তব্য করেনি অস্ত্র বিক্রেতারাও।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালতে এই মামলা করা হয়। স্মিথ অ্যান্ড ওয়েসন ও ব্যারেট ফায়ারআর্মসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলা করেছে মেক্সিকো সরকার।

Link copied!