• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৫২ লাখ ৪৯ হাজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১০:০০ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৫২ লাখ ৪৯ হাজার

বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর আতঙ্ক আরও বেড়ে গেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু পৌঁছেছে ৫২ লাখ ৪৯ হাজার ৪০ জনে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৫৫৭ জন হয়েছে। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ২ হাজার ৮৭২ জনে।

বিশ্বে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন এবং ৮ লাখ ৬ হাজার ৩৪৮ জনের করোনায় মৃত্যু হয়েছে।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২২১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৩৮৯ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা মোট ৯৭ লাখ ৩ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৬৪০ জনের।

Link copied!