ভারতের হিমাচল প্রদেশে রোববার পাহাড় ধসে একটি সেতু ভেঙে পড়ে ৯ পর্যটকের মৃত্যু হয়। এ সময় আহত অনেকেই আটকা পড়েন কিন্নরের পাহাড়ি এলাকায়।
এদিকে ঘটনাস্থলে আটকে পড়া নবীন নামের এক আহত ব্যক্তির সাহায্য চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পাঁচ মিনিটের ইউটিউব লাইভে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের জন্য আকুতি জানান নবীন।
এ সময় তাঁর পাশেই পাহাড় থেকে কয়েকটি পাথর নিচে আছড়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত ভিডিওটিতে আহত আরও এক ব্যক্তিকে দেখা গেছে।
লাল জামা পরিহিত নবীন জানান, ওপর থেকে পাথর পড়ায় গাড়িতে থাকা অবস্থাতেই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পরে গাড়ি থেকে বেরিয়ে একটি গাছের পেছনে আশ্রয় নেন তিনি। মাথা থেকে রক্ত ঝরছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বলেও জানান নবীন।
মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলে জানান তারা। এ সময় তার কাছে আরও এক ব্যক্তি এগিয়ে এসে জানান, কিছু দূরে একজনের দেহ পড়ে আছে।