ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০১:৩৫ পিএম
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন

চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান সফরে পৌঁছেছেন মার্কিন পার্লামেন্ট স্পিকার ন্যান্সি পেলোসি।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলে পৌঁছে এরই মধ্যে সেখানকার পার্লামেন্টে ভাষণে দিয়েছেন তিনি। তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাকে স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।

পার্লামেন্টে ভাষণে পেলোসি জানান, যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে চান তিনি। বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন “আজ আমাদের প্রতিনিধিদল তাইওয়ানে দ্ব্যর্থহীনভাবে এটা স্পষ্ট করে দিতে এসেছে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ত্যাগ করব না। আগের যেকোনো সময়ের চেয়ে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বার্তাই নিয়ে এসেছি।”

তবে মার্কিন কূটনীতিকের এমন অবস্থান ভালোভাবে নেয়নি চীন।

বিবিসি জানায়, পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয়ে মার্কিন দূতকে তলব করেছে চীন। চীনের সরকারি বার্তা সংস্থার খবর অনুযায়ী, মার্কিন রাষ্ট্রদূতকে কড়া প্রতিবাদ জানিয়েছেন চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরকে কেন্দ্র করে কূটনৈতিক নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি।

যুক্তরাষ্ট্রকে তার ভুলের মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ওয়াশিংটনকে পেলোসির সফরের প্রতিক্রিয়া সামাল দিতে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছে চীন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!