• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন বরিস-ক্যারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১১:৫৩ এএম
দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন বরিস-ক্যারি

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্ত্রী ক্যারি জনসন। কয়েক মাস আগেই গর্ভপাতের হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর এমন সুখবর জানালেন এই দম্পতি।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) ইনস্টাগ্রামে এই খবর জানান প্রধানমন্ত্রীপত্নী ক্যারি। আগামী বড়দিনে “রংধনুর মতো সুন্দর একটি শিশু” আশা করছেন বলে জানান তিনি।

মে মাসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের বান্ধবী ক্যারিকে বিয়ে করেন বরিস। যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার ক্যাথেড্রাল চার্চে তাদের বিয়ে হয়।

গত বছরের এপ্রিলে বরিস-ক্যারির ঘর আলো করে আসে প্রথম পুত্রসন্তান। লন্ডনের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন উইলফ্রেড লরি নিকোলাস।

এ বছরের শুরুতেই গর্ভপাত হয় ক্যারির। বছর শেষে ডিসেম্বরেই দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন এই দম্পতি।

Link copied!