থাইল্যান্ডে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ও মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১১:৫৩ এএম
থাইল্যান্ডে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ও মৃত্যু

ডেলটা ধরনের প্রকোপে এবার বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। গত ২৪ ঘণ্টায় (বুধবার পর্যন্ত) সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড গড়ে দেশটি। 

বুধবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, থাইল্যান্ড এক দিনে ২০ হাজার ২০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। গত বছর মহামারি শুরুর পর থেকে এটিই দেশটির সর্বোচ্চ দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
সংক্রমণ ঠেকাতে আগস্টের শেষ পর্যন্ত লকডাউন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

মাত্র চার দিনের ব্যবধানেই মৃত্যুর রেকর্ড ভাঙল থাইল্যান্ড। এর আগে দেশটিতে দৈনিক সর্বোচ্চ শনাক্ত সংখ্যা ছিল ১৮ হাজার ৯১২। গত শনিবার দ্বিতীয় সর্বোচ্চ ১৭৮ করোনা রোগীর মৃত্যু হয়।

মঙ্গলবার দেশটিতে নতুন করে লকডাউন জারি হয়। ২৯টি প্রদেশে কারফিউ জারির পাশাপাশি সর্বোচ্চ সংক্রমণের এলাকাগুলোকে ‘ডার্ক রেড জোন’ ঘোষণা করে সরকার।

এ পর্যন্ত থাইল্যান্ডে মোট শনাক্ত হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৩৮৫ জন। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০৩ জন করোনা রোগীর।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!