• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

তীব্র পানি সংকটের জেরে ইরানে বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৭:১১ পিএম
তীব্র পানি সংকটের জেরে ইরানে বিক্ষোভ

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো পানির দাবিতে বিক্ষোভ করছে স্থানীয় জনগণ। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত হয়েছে।

শাদেগান শহরের এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। খুজেস্তান প্রদেশের এক সরকারি কর্মকর্তা বিবিসিকে জানান, বিক্ষোভকারীরা ফাঁকা গুলি চালানো সময় দুর্ঘটনাবশত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তবে বিক্ষোভকারীদের দাবি পুলিশের গুলিতেই এই মৃত্যু ঘটেছে।

দীর্ঘদিন ধরেই দুর্ভিক্ষে আক্রান্ত ইরানে পানি ও বিদ্যুতের সংকট ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।

Link copied!