• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

টেক্সাসে ভ্যান উল্টে ১০ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১০:৩১ এএম
টেক্সাসে ভ্যান উল্টে ১০ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অভিবাসী বহনকারী একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত চৌকি থেকে কয়েক কিলোমিটার দূরে এ টেক্সাসের দক্ষিণাঞ্চলে এনসিনো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ভ্যানটি। ভ্যানটিতে মোট ৩০ যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ ১০ অভিবাসী নিহত হন। বাকিদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আরোহীরা সবাই অবৈধ অভিবাসী।

ভ্যানটির ধারণক্ষমতা ১৫ জন হলেও দ্বিগুণসংখ্যক অভিবাসী বহন করায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় নিহতদের শনাক্তে মেক্সিকান কনস্যুলেটের সঙ্গে কাজ করছে টেক্সাস কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনার তদন্তে কাজ করছে  টেক্সাসের জননিরাপত্তা বিভাগ।

Link copied!