• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

জ্বালানির দাম বাড়ায় ‘মোদিকে’ নিয়ে বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৪৫ পিএম
জ্বালানির দাম বাড়ায় ‘মোদিকে’ নিয়ে বিক্ষোভ

করোনায় বিপর্যস্ত ভারতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে জ্বালানির দাম। পেট্রোল ১০১ রুপি, ডিজেল ৯২ ও এলপিজি গ্যাসের মূল্য বেড়ে ৮৬১ রুপিতে পৌঁছেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

একদিকে তেলের দাম বাড়ায় বাস মালিকরাও ভাড়া বাড়ানোর দাবিতে প্রতিবাদ করছে। অন্যদিকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় জনজীবনও বিপর্যস্ত।

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ ডেকেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিজয়গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা নিয়ে মিছিল করেছে বিক্ষুব্ধরা।

এছাড়াও আমডাঙ্গায় ঠেলাগাড়িতে মোটরসাইকেল নিয়ে, দক্ষিণ কলকাতা ও নদীয়ায় গরুর গাড়ি নিয়ে এবং ক্যানিংয়ে গ্যাসের খালি সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল হয়েছে।

এমন পরিস্থিতিতে জ্বালানির দাম কমানোর দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম না কমলে ভারতেও কমবে না বলে জানিয়েছে কেন্দ্র সরকার।

Link copied!