চীনের বন্যায় তিন শতাধিক মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৬:৫৩ পিএম
চীনের বন্যায় তিন শতাধিক মৃত্যু

চীনে মধ্যাঞ্চলে জুলাই মাসজুড়ে বন্যায় মৃতের সংখ্যা দ্রুত বেড়ে দাঁড়িয়েছে তিন শতাধিকে। বিবিসি জানায়, হেনান প্রদেশে এ পর্যন্ত ৩০২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে গোটা অঞ্চল। এখনো প্রায় অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চীনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। প্রায় ৯ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ঝেংজু শহরে। সেখানে বন্যার পানিতে তলিয়ে গেছে শহরের পাতাল রেল। অনেক যানবাহনও ভেসে গেছে পানির স্রোতে।

শহরটিতে মাত্র তিন দিনেই এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল। সোমবার ঝেংজু শহরের মেয়র হু হং সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেন। সাংবাদিকদের তিনি জানান, ভূগর্ভস্থ গাড়ি পার্কিং এর স্থানগুলো থেকে অন্তত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!