• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

কেরানির বেতন চার হাজার রুপি, সম্পদ চার কোটির বেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ১২:১০ পিএম
কেরানির বেতন চার হাজার রুপি, সম্পদ চার কোটির বেশি

অবৈধ সম্পদের অভিযোগের তদন্ত করতে গিয়ে মধ্যপ্রদেশের রাজ্য সরকারের এক কেরানির বাড়ি থেকে ৮৫ লাখ রুপির বেশি নগদ অর্থ উদ্ধার করেছে ভারতের পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)। কয়েক কোটি টাকার সম্পদের দলিলও উদ্ধার করা হয় তার কাছ থেকে।

রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের কেরানি হিরো কেসওয়ানির বাড়িতে তল্লাশি শুরুর আগে তিনি বাথরুম পরিষ্কার করার ক্লিনার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন পুলিশ সুপার রাজেশ মিশ্র। কর্মকর্তাদের বাড়িতে তল্লাশি করা ঠেকাতেও বাধা দিতে চেষ্টা করেন তিনি।

পুলিশ সুপার জানান, তাকে সরকারি হামিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রক্তচাপজনিত সমস্যার কারণে চিকিৎসা চলছে। তবে তার অবস্থা স্থিতিশীল। 

এনডিটিভি জানায়, ভোপালের বাসিন্দা হিরো কেসওয়ানির বাসভবনে বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালান কর্মকর্তারা। তার বাড়িতে পাওয়া এই বিপুল পরিমাণ অর্থ সঠিকভাবে গণনা করতে মেশিন নিয়ে আনেন তারা।

কেসওয়ানির স্থাবর সম্পত্তি ও অন্যান্য সম্পদের হিসেবে অনুমান করা হচ্ছে তিনি চার কোটি রুপির সম্পত্তির মালিক। তার বিলাসবহুল বাসভবনে পাওয়া দামি অলংকারের দামই প্রায় দেড় কোটি রুপি।

পুলিশ সুপার বলেন, একজন কেরানির মাসিক বেতন চার হাজার রুপি। অথচ প্রতি মাসে তিনি প্রায় ৫০ হাজার রুপি আয় করতেন।

কেসওয়ানির পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেও কয়েক লাখ টাকা পাওয়া গেছে। তার বেশির ভাগ সম্পত্তি স্ত্রীর নামে কেনা।

Link copied!