দুই মাসের মধ্যে সারাদেশের খাস জমির হিসাব নেওয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:০১ পিএম
দুই মাসের মধ্যে সারাদেশের খাস জমির হিসাব নেওয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা

সারাদেশে পড়ে থাকা সব খাস জমির হিসাব দুই মাসের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “সারাদেশে খাস জমি পড়ে আছে। আমরা কয়েকজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়েছি—এগুলো কী অবস্থায় আছে তা বের করব। কত খাস জমি অপব্যবহার হয়েছে তা দেখা হবে। দুই মাসের মধ্যে সব হিসাব নেওয়া হবে।”

তিনি আরও জানান, অতীতে প্রকল্প বাস্তবায়নে একটি মাফিয়া চক্র প্রভাব বিস্তার করত। আগে রেল, সড়ক, সেতু ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ কয়েকটি খাতের প্রকল্পে মাফিয়াদের দৌরাত্ম্য ছিল। তবে এখন তাদের সেই সুযোগ নেই।

এখন প্রকল্প বাস্তবায়নে যাদের দায়িত্ব দেওয়া হবে তাদের দক্ষতা, রেকর্ড ও পূর্ববর্তী কাজের মান যাচাই করা হবে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!