বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা অভিনয় জগৎ থেকে সরে এসে এখন পুরোপুরি ধর্মের পথে মনোনিবেশ করেছেন। আগে গায়ক ও অভিনেতা হিসেবে সমান জনপ্রিয় ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে দূরে, এখন নিয়মিত ইসলামিক কনটেন্ট তৈরি করছেন এবং ধর্মীয় কাজে সময় দিচ্ছেন।
সম্প্রতি ওমরাহ পালনে যান তামিম মৃধা। সেখান থেকে সোমবার নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লিখেছেন রিজিক প্রসঙ্গে কিছু অনুভূতি।
তিনি লিখেছেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক!”
তামিম আরও লেখেন, “সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ!”
পোস্টের শেষে তিনি সবার জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন, আমিন।”