ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:৪৪ পিএম
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
ভারতসহ বিশ্বের ১৪২টি ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে ভারত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের ‘নিউইয়র্ক ঘোষণা’ সমর্থনকারী একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাব উত্থাপন করে ফ্রান্স। প্রস্তাবে বলায় হয়, ভারতসহ বিশ্বের ১৪২টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। এ ছাড়া ১২টি দেশ ভোট দেয়নি।

‘ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউইয়র্ক ঘোষণার অনুমোদন’- এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপর করা হয়। এতে সমর্থনকারী ১৪২টি দেশের মধ্যে ভারতও ছিল। এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে। 

তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে। ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে ‘বাস্তববতাবিবর্জিত বলে আখ্যা দিয়েছেন। প্রস্তাবে বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!