• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

কাশ্মীরের মুসলমানদের পাশে থাকবে তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৬:৩৩ পিএম
কাশ্মীরের মুসলমানদের পাশে থাকবে তালেবান

সরকার গঠনের আগে বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের সম্পর্ক কেমন হবে তাই নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এরই মাঝে বিশ্বের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে কথা বললেন তালেবান নেতা সুহেল শাহীন।

তালেবানের এই মুখপাত্র জানান, ভারত-শাসিত কাশ্মীরের মুসলমানদের পাশে থাকতে চায় তালেবান। বিবিসিকে এক সাক্ষাৎকারে সুহেল শাহীন বলেন, “মুসলমান হিসেবে ভারতের কাশ্মীর কিংবা অন্য যেকোনো দেশের মুসলমানদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে আমাদের।”

ভারত-পাকিস্তান দুই দেশেই কাশ্মীরের অংশ রয়েছে। যদিও উভয় পক্ষই গোটা অঞ্চলকে নিজেদের বলে দাবি করে থাকে। তবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে গড় ৩০ বছর ধরে ভারতশাসিত কাশ্মীরে সহিংসতা বাড়ছে। এরই মাঝে কাশ্মীর ইস্যুতে মন্তব্য করল তালেবান।

এদিকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান নেতা আনাস হাক্কানি বলেন, “কাশ্মীর আমাদের এখতিয়ারের অংশ নয়। অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ আমাদের নীতির বিরুদ্ধে।”

তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তান ও ভারতকে কাশ্মীর সংকট সমাধানে একসঙ্গে বসার আহ্বান জানান।

অন্যদিকে আফগানিস্তানে তালেবানের উত্থানের পর দেশটির হিন্দু ও শিখ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। যদিও ২০১৪ সালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে গেছে বলে উদ্বেগ জানিয়েছেন সমালোচকরা।

Link copied!