• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

করোনায় আক্রান্ত ফরাসি প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ১০:০১ এএম
করোনায় আক্রান্ত ফরাসি প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সোমবার (২২ নভেম্বর) জ্যঁ ক্যাসটেক্সের দেহে করোনা শনাক্ত হয় বলে জানিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর।

ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনিও পরীক্ষা করালে তারও করোনা ‘পজিটিভ’ আসে।

ফরাসি প্রধানমন্ত্রী ১০ দিনের আইসোলেশনে থাকবেন। অবশ্য তিনি তার কাজ চালিয়ে যাবেন। ৫৬ বছর বয়সী জ্যঁ ক্যাসটেক্স করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

এর আগে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্টের এমানুয়েল মাখোঁ সস্ত্রীক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

Link copied!