• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

 ‘সেনা প্রত্যাহার আমেরিকার সেরা সিদ্ধান্ত’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৯:১৪ এএম
 ‘সেনা প্রত্যাহার আমেরিকার সেরা সিদ্ধান্ত’

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ‘আমেরিকার সেরা সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানান, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই প্রতিক্রিয়া জানিয়েছেন জো বাইডেন। তিনি আফগানিস্তানে যুদ্ধ সমাপ্তি টানার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এই কথা বলেন।

স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তির বিষয়ে জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই। আফগান যুদ্ধের পরিধি আর বাড়াতে চাই না। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সব দায়দায়িত্ব নিচ্ছি।”

এদিকে সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্তের জন্য় সমালোচনার মুখে পড়তে হয়েছে জো বাইডেনকে। সমালোচনার বিষয়টি উল্লেখ করে জো বাইডেন বলেন, “অনেকেই বলছেন, তাড়াহুড়োর কারণেই কী এতটা অরাজকতা? তাদের বলব, জুন-জুলাইয়ের দিকে লাখো মানুষকে সরানো হলেও একই চিত্র দেখা যেত। এটাই সর্বোত্তম সময় ফিরে আসার। আর তৃতীয় দশকে যুদ্ধ গড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এতে আমেরিকার ওপর হামলার ঝুঁকি বেড়ে যেত।”

“একজন প্রেসিডেন্টের মৌলিক দায়িত্ব আমেরিকা এবং মার্কিনদের রক্ষা করা” বলেন জো বাইডেন।

কাবুল বিমানবন্দরের উদ্ধার কার্যক্রমকে ‘অসাধারণ সাফল্য’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে তালেবানরা বলছে, মার্কিন বাহিনীর প্রস্থান এক ‘ঐতিহাসিক মুহূর্ত’। আমেরিকার দখলদারত্বের অবসান ঘটল। আফগানিস্তান এখন পূর্ণ স্বাধীন।

Link copied!