• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

মৃত্যুর ছায়া এবং বিদায় ২০২২ সাল


মাহবুব সাঈদ মামুন
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৭:৩৬ পিএম
মৃত্যুর ছায়া এবং বিদায় ২০২২ সাল

সবকিছুর-ই শেষতক শেষ হয়ে যেতে হয়
একদা যেমন শুরু হয়েছিল, হচ্ছে অথবা হবে
গতকাল, আজ বা পরশু যা চিরন্তন।

জীবন বলি আর মহাবিশ্বের সৃষ্টি বলি
একদা শুরু হয় আবার শেষ হয়ে যেতে হয়। 
জন্মে হয়তো মনে খুব আনন্দের ঢেউ তোলে 
মৃত্যুতে ভায়োলিনের বিষাদের করুণ সুর বাজে

আজ ২০২২ সাল আবারও মহাকালের গর্ভে বিলীন হচ্ছে
কাল থেকে নতুন বছরের গণনা শুরু হবে আবারও 
এভাবে চলছে, চলবে 
মানুষ যতক্ষণ টিকে থাকবে ধরণীতে।

গত হয়েছে আজই আমারই স্বজন, চাচাতো ভাই আহমদউল্ল্যা,
মাত্র ৬১ বছর বয়সে, তার সাথে আমার কত স্মৃতি, কত স্মরণ! 
আমার থেকে ৪ বছরের বড় সে
বড় হলেও আমরা একই ক্লাসের ছাত্র ছিলাম,
তাই তুই-তুকারি সম্পর্ক ছিল আমাদের।

এমন নীরব আর সজ্জন মানুষ ছিল সে
কোনোদিন কারোর সাথে হয়নি জঞ্জাল 
কি আজব ব্যাপার, কাল রাতেও তার কথা মনে হয়েছে,
তার কথা প্রায়ই মনে হতো আমার

কোথায় জানি তার প্রতি ভীষণ শর্তহীন উষ্ণ মমতা ছিল আমার আজীবন। 
কেন এমন হতো?

অথচ ১৯৭৫ সালের পর থেকে আমরা বিচ্ছিন্ন, দু‍‍`জন দু‍‍`মেরুতে
আজ বিচ্ছিন্ন হলাম আমরা চিরকালের জন্য।

২০২২ সাল গত হচ্ছে আর আমার স্বজন হারিয়ে গেছে 
মহাকালের অতলান্ত অন্ধকার অসময়ের গর্ভে।  

একদিন সবকিছু এবং সবাইকে 
হারিয়ে যেতে হয়, হবে যা শ্বাশত, চিরন্তন।

Link copied!