• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গলায় মাছের কাঁটা বিঁধলে করণীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০১:৩৫ পিএম
গলায় মাছের কাঁটা বিঁধলে করণীয়
ছবি : সংগৃহীত

মাছ দিয়ে ভাত খেতে গেলে মাঝে মধ্যেই গলায় কাঁটা আটকে যেতে পারে। আটকে গেলেই বিপত্তি। তখন চিৎকার চেঁচামেচি করে কিছুই হয় না। কিন্তু কাঁটা তো তুলতে হবে। সেক্ষেত্রে কিছু টোটকা মাথায় রাখতে হবে। তাতেই মাছের কাঁটা নেমে আসতে পারে। চলুন দেখে নেই গলায় কাঁটা বিঁধলে কী করবেন-

  • ভাত দিয়ে কাঁটা দিলে তোলা নতুন কিছু না। এটি অনেক পুরোনো ও প্রচলিত পদ্ধতি। সাধারণত কাঁটা বিঁধলে ভাত দিয়েই মাছের কাঁটা নামানো হয়। এটা কিন্তু বেশ কার্যকরী পদ্ধতি। কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে সাদা ভাত না চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করতে হবে। এতে ভাতের ধাক্কায় কাঁটা নেমে যাবে। তাতে কাজ না হলে পানি দিয়ে চেষ্টা করতে পারেন।
  • পাকা কলা এক কামড়ে বড় করে নিয়ে অল্প চিবিয়ে গিলে নিন। এতেও কাঁটা নেমে যায়।
  • গলায় কাঁটা বিঁধলে অলিভ অয়েল খেয়ে নিন। এটা বেশ পিচ্ছিল, তাই খেলে গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।
  • কাঁটা যদি মুখগহ্বরের টনসিলের কাছাকাছি এলাকায় আটকায় তাহলে কাশি দিয়ে কাঁটা নেমে আসতে পারে। এক্ষেত্রে জোরে জোরে কয়েকবার কাশি দিলে গলায় আটকে থাকা কাঁটা বেরিয়ে যেতে পারে।
  • ভিনেগার বা লেবুর রস গলায় ফুটে থাকা মাছের কাঁটা নামাতে দারুণ কাজ করে। পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে কিংবা লেবুর রস সরাসরি খেলে আটকে থাকা কাঁটা নেমে যায়। কারণ ভিনেগার বা লেবুর রস অ্যাসিডজাতীয়। যার কারণে গলার কাঁটা নরম করে ফেলতে পারে।

এতো কিছু করার পরও যদি গলা থেকে কাঁটা না নামে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

Link copied!