• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

৯৪তম অস্কার বিজয়ী যারা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১২:০০ পিএম
৯৪তম অস্কার বিজয়ী যারা!

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ঘোষণা করা হলো ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। 

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যদার এ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জেসন মোমোয়া এবং জোশ ব্রোলিন। তারা এক একে বিজয়ীদের ঘোষণা করেছেন। 

একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরে বিজয়ীদের নাম:

সেরা সিনেমা ও সেরা আত্মীকৃত (অ্যাডাপ্টেড) চিত্রনাট্য: কোডা
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন
সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার
সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস
সেরা এনিমেটেড সিনেমা: অ্যানচ্যান্টো


সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টেমি ফে
প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল ইফেক্ট, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ও সম্পাদনা: ডুন
মৌলিক সঙ্গীত: ডুন
সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
শর্ট ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবল
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা

Link copied!