• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

‘সূর্যবংশী’ মুক্তির তারিখ চূড়ান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:১৭ পিএম
‘সূর্যবংশী’ মুক্তির তারিখ চূড়ান্ত

অনিশ্চয়তা কাটলো। মুক্তির সময় চূড়ান্ত হলো ‘সূর্যবংশী’ সিনেমার। শনিবার রোহিত শেঠি সামাজিক মাধ্যমে এই বছরের দিওয়ালিতেই মুক্তি পাবে সিনেমাটি।

এই প্রথম রোহিতের পরিচালনায় ‘সূর্যবংশী’তে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা। 

এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘টিপ টিপ বর্ষা পানি’র রিমেক ভার্সন দেখা যাবে ‘সূর্যবংশী’তে। রিমেক গানটিতে অক্ষয়ের সঙ্গে নেচেছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় অক্ষয়ের নায়িকাও তিনি। আরও অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে।

এর আগে গত বছরের মার্চে ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়া হলে এর মুক্তি আটকে যায়। এরপর আরও কয়েকবার মুক্তির ঘোষণা এসেছিল।

Link copied!