• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাকিবের সঙ্গে কনসার্ট মাতাবেন জেমস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৬:৩০ পিএম
শাকিবের সঙ্গে কনসার্ট মাতাবেন জেমস

বাংলাদেশে ‌‌‘গুরু’খ্যাত সংগীত তারকা জেমস এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্র মাতাতে। লাস ভেগাসে এবছর জুলাইয়ে একটি বিশাল আয়োজনে থাকছেন তিনি।  ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এই আয়েজনের শুভেচ্ছাদূত। গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। 
ইতিমধ্যে জেমসকে নিয়ে একটি পোস্টার গণমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অনুষ্ঠানের তথ্যসমেত জেমসের উপস্থিত থাকার কথা উল্লেখ রয়েছে। বিনোদনের শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত লাস ভেগাস। সেখানেই এবার হতে যাচ্ছে ‘বঙ্গ সম্মেলন’। এটি বহির্বিশ্বে বাঙালিদের সবচেয়ে বড় আয়োজন। দীর্ঘ ৪২ বছর ধরে হয়ে আসছে এই জমজমাট সম্মেলন।
জানা যায়, আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিতব্য এবারের বঙ্গ সম্মেলনে ভারত ও বাংলাদেশের অনেক তারকা অংশ নেবেন। গান, ফ্যাশন, নাটক, রিয়্যালিটি শো মিলিয়ে বিভিন্ন ধাপে বাঙালিদের মনোরঞ্জন করতে প্রায় ১০০ শিল্পী উপস্থিত থাকবেন।
ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনেই বঙ্গ সম্মেলন হয়ে আসছে। এটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত।
গত ২৬ জানুয়ারি আয়োজনটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন শাকিব খান। যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘মাছের ঝোল’ নামের একটি রেস্তোরায় সেই চুক্তিসাক্ষর হয়।

Link copied!