• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে এক ছাদের নিচে থাকছেন শাকিব-বুবলী!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৪:১৮ পিএম
যুক্তরাষ্ট্রে এক ছাদের নিচে থাকছেন শাকিব-বুবলী!

সত্য কখনো কখনো নিজের অজান্তের ফাঁস হয়ে যায়। গোপন করার চেষ্টা কোনো বেখেয়ালি ভুলে পণ্ড হয়ে যায়। শাকিব খান ও শবনম বুবলীর কথাই ধরা যাক। দুজনের প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে তো কম জল ঘোলা হয়নি। সেই ঘোলা জলে মাছও শিকার করেছেন তারা। এ-ও শোনা যায়, শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী! যদিও সেসব প্রমাণের অভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। তবে যা রটে, তা কিছু ঘটে বৈকি!

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অংশগ্রহণের সূত্র ধরে মাস খানেক যাবত যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন শাকিব। পাশাপাশি নিজের প্রযোজনার প্রতিষ্ঠানের ছবির পূর্ব-প্রস্তুতিও সেরে নিচ্ছেন। সেখানেই নাকি ছবির শুটিং হবে।

সে যা হোক। যুক্তরাষ্ট্রে এবারই প্রথম গেলেন শাকিব। আর তাই প্রতি মুহূর্তে সেখানকার বিভিন্ন স্থানে তোলা স্থিরচিত্র প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঢালিউড সুপারস্টার একটি ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত সেই ছবির ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর নকশার বাড়ি দেখা গেছে। বাংলোবাড়ি যেমনটা হয়। তবে সেটি বাড়ি নয়, একটি হোটেল।

মজার ব্যাপার হলো, শাকিবের কিছুদিন পর যুক্তরাষ্ট্রে যাওয়া বুবলী ঠিক ওই একই বাড়ির সামনে তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

শাকিব যে হোটেলটির সামনে ছবি তুলেছেন সেটির নকশা, সামনে রাখা মাটির মটকা, গাছ এমনকি থাম (পিলার) এবং থামে লাগানো লাইট—সবটাই মিলে যায় বুবলীর ছবির ব্যাকগ্রাউন্ডের সেই হোটেলটির সঙ্গে। সুতরাং এখানে দুইয়ে দুইয়ে চার মেলাতে খুব বেশি ভালো ছাত্র হওয়ার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ২০১৬ সালে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আলোচিত নায়িকা শবনম বুবলীর। এরপর ধারাবাহিক এক ডজন ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেন।  

Link copied!