বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম দুই বাংলাতেই সমান জনপ্রিয়। ওপার বাংলার ‘ডিকশনারি’ সিনেমার মাধ্যমে কলকাতায় অভিষেক হয়েছিল তার। তার ধারাবাহিকতায় এবার কলকাতার নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন এই অভিনেতা।
এই সিনেমার নাম ‘গু কাকু- দ্য পটি আঙ্কেল’। সিনেমার নাম শুনেই খানিকটা বিদঘুটে লাগতে পারে। সেই খটকা দূর হবে সিনেমাটি দেখার মাধ্যমেই। মোজো প্রোডাকশনস প্রযোজনায় ‘গু কাকু- দ্য পটি আঙ্কেল’ সিনেমা নির্মাণ করছেন মণীশ বসু।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে কলকাতার কিংবদন্তি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরও অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিম।
সিনেমার পরিচালক মণীশ বসুর বলেছেন, “একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে এবং শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসবে এই ছবিতে।”
মোশাররফ করিম বর্তমানে ‘বিলডাকিনী’ সিনেমা শুটিং করছেন। যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্নো মিত্র।