• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

মদ্যপ নোবেল, ঘটনা গড়াল পুলিশ অবধি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৩:২৩ পিএম
মদ্যপ নোবেল, ঘটনা গড়াল পুলিশ অবধি

বিতর্কের আরেক নাম নোবেল। নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে পড়েন তিনি। গেল বুধবার (২৫ আগস্ট) ফেসবুকে বান্ধবীর সঙ্গে মাদক গ্রহণের একটি ছবি পোস্ট দেন তিনি। এরপর থেকে আবারও সমালোচনার মুখে পড়েন এই কণ্ঠশিল্পী।

বিষটি নিয়ে নোবেলের স্ত্রীও মেজাজ ঠিক রাখতে পারেননি নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। ফেসবুকে এই ছবিটিকে ইঙ্গিত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এদিকে ওই দিন গার্ডেন সিটি হোটেল সূত্রে জানা যায়, হোটেলে ফিরে আসে নোবেল। কিন্তু মধ্যরাতে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। তাকে শান্ত করতে গেলে হোটেল কর্তৃপক্ষ চেষ্টা করে ব্যর্থ হয়। হোটেলের অন্য এক অতিথি তাকে থামানোর চেষ্টা করলে নোবেল তাকে লাঞ্ছিত করেন।

জানা যায়, এমন পরিস্থিতিতে রাত ৩টা নাগাদ গার্ডেন সিটি আবাসিক হোটেলের মালিক মো. জাফর বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ এসে নোবেলকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে নিজ থেকেই ভোরবেলা রুমে চলে যান নোবেল।

Link copied!