• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

ভিকির সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন ক্যাটরিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৪:৩৩ পিএম
ভিকির সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন ক্যাটরিনা

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ের খবর চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বিশেষ সূত্রের বরাত দিয়ে তারা বলছে, আসছে ডিসেম্বরে ভিকির গলায় মালা পরাতে যাচ্ছেন ক্যাটরিনা। বিয়েতে লেহেঙ্গা পরবেন, যার ডিজাইন করবেন ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

তবে আজ বৃহস্পতিবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তাহলে গুঞ্জনের কী হেতু, এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ প্রশ্ন শুনছেন।

ভারতের দুই শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের দুরকম বিশেষ প্রতিবেদনের পর ভিকি-ক্যাটের ভক্তরা একটু দমে গেলেও হাল ছাড়ছেন না। তারা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে। কবে বিয়ে করবেন ভিকি-ক্যাট, তা সময়ই বলে দেবে।

সালমান খানের হাত ধরে বলিউডে অভিনয় শুরু করেন ক্যাটরিনা। দীর্ঘ দিন তারা প্রেমও করেছেন চুটিয়ে। একটা সময় তাদের বিচ্ছেদ হয়। এরপর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তারা। যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি। এই সম্পর্কও টেকেনি। রণবীর প্রেমে মজেন আলিয়া ভাটের।

রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ধারণা করা হচ্ছিল, ফের সালমানের বুকে ফিরবেন ক্যাটরিনা। সালমানও সেটি চেয়েছিলেন। কিন্তু ক্যাটরিনা তা করেননি। বলিউডের সম্ভাবনাময় অভিনেতা ভিকি কৌশলকে ভালো লেগে যায় তার। ব্যস শুরু হয় মন দেওয়া-নেওয়া। তবে আজ পর্যন্ত তারা তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। মুখে কিছু না বললেও একসঙ্গে অবকাশ যাপন, ডিনার ট্রিট—সবকিছু প্রমাণ করে দেয় সব গুঞ্জন সত্য।

Link copied!