• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বলিউডে পা রখছেন শাহরুখকন্যা সুহানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০১:২৪ পিএম
বলিউডে পা রখছেন শাহরুখকন্যা সুহানা

বলিউড বাদশা শাহরুখকন্যা সুহানা খান ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। গুঞ্জন ছিল বাবার মতো তিনিও বলিউড মাতাবেন। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। শিগগির বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখকন্যার। 
খ্যাতিমান নির্মাতা জোয়া আখতারের পরবর্তী প্রজেক্টের অংশ হতে চলেছেন সোহানা। সিনেমাটি ‘আর্চি কমিকস’ অবলম্বনে নির্মিত হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জোয়া ২০২১ সালের নভেম্বরে সিনেমাটি নির্মাণের কথা জানিয়েছিলেন। তখন এই ছবিতে কারা অভিনয় করতে যাচ্ছেন, সে সম্পর্কে কিছু বলেননি।
এই সিনেমায় সোহানার সঙ্গে আরও দুই বলিউড তারকা সন্তানের অভিষেক হতে যাচ্ছে। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দাও এতে থাকছেন। 
শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করার পর সুহানা নিজের ইচ্ছামতো পেশা পছন্দ করতে পারবে। ইতিমধ্যেই পড়াশোনা শেষ করেছে খানকন্যা। এবার বাবার দেখানো পথে অভিনয়ে প্রবেশ করতে যাচ্ছে সুহানা। 
একটি ম্যাগাজিনের হাত ধরে ২০১৮ সালে  ফ্যাশন দুনিয়ায় পা রাখেন সুহানা। এরই মধ্যে বেশ কিছু স্বল্প দৈর্ঘের সিনেমা এবং নাটকে অভিনয় করেছেন তিনি। 
এখন সময়ই বলে দেবে বাবা শাহরুখের মতো সফল হতে পারবেন কি না সুহানা?

Link copied!