• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আবার রাজনীতিতে সরব শ্রাবন্তী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৩:২৭ পিএম
আবার রাজনীতিতে সরব শ্রাবন্তী

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবার রাজনীতির মাঠে সরব হয়েছেন। গত বছর রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপির পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন এ নায়িকা। পরে বিজেপিতে যোগ দিয়ে কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোটযুদ্ধে হারেন তিনি। এরপর কিছুদিন নীরবে থেকে বিজেপি ছাড়ার ঘোষণা দেন। এদিকে নতুন বছরে তৃণমূলের প্রচারমঞ্চে ফের দেখা যায় শ্রাবন্তীকে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন শ্রাবন্তী।

কলকাতার বহরমপুর পৌরসভায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে সরাসরি অংশ নেন শ্রাবন্তী। ভোটের প্রচারের সভায় এই অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় শ্রাবন্তী বলেন, ‘‘বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভালো লাগছে, শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।’’ এরপর আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

Link copied!