• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তার স্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৪:৩২ পিএম
নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তার স্ত্রী

সংসার ভাঙছে গায়ক নোবেলের। আজ মঙ্গলবার ফেইসবুকে ‘ডিভোর্সড’ লিখে পোস্ট দেন। এই পোস্ট থেকে আন্দাজ করা গেছে, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হতে যাচ্ছে তার।

এদিকে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সালসাবিল বলেন, “নোবেল মানসিকভাবে অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করতো; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদ ঘটলো।

ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।

Link copied!