• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নতুনরূপে অভিনেত্রী রোজিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৮:২০ পিএম
নতুনরূপে অভিনেত্রী রোজিনা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রোজিনা। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও দর্শক এবার তাকে নতুনরূপে আবিষ্কার করতে যাচ্ছে। সম্প্রতি রোজিনা অভিনয় করেছেন একটি মিউজিক ভিডিওতে। 

মিউজিক ভিডিওর নাম ‘এ মন তোমাকে দিলাম’। গানটি মূলত ‘মানসী’ সিনেমার। যেখানে রোজিনা নিজেই অভিনয় করেছিলেন। সাদাকালো যুগের সিনেমা হলেও এর গানটি এখনো সমান জনপ্রিয়। এই গান লিখেছিলেন কিংবদন্তি গাজী মাজহারুল এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। এতে কণ্ঠ দেন দেশের সিনেমার অবিস্মরণীয় শিল্পী সাবিনা ইয়াসমিন।

কালজয়ী সেই গানটিই এবার পুননির্মাণ করা হয়েছে। নির্মাণ করেছেন কোরিওগ্রাফার এডলফ খান। তার ডিজাইন করা শাড়ি পরে ভিডিওতে অভিনয় করেছেন রোজিনা। এ প্রসঙ্গে নায়িকা রোজিনা বলেন,‘‘কয়েক মাস আগে গানটির মিউজিক ভিডিওর পরিকল্পনা করি। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছি। পছন্দের গানটি শুনলে স্মৃতিকাতর হয়ে যাই। আশা করছি, শ্রোতা-দর্শক পুরোনো গানটিতে অনেক নতুনত্ব খুঁজে পাবেন।’’

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে পার্শ্ব অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন রোজিনা। পরবর্তীতে নায়িকা হিসেবে খ্যাতি পান। 

Link copied!