• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নতুন যে ব্যবসায় শাহরুখ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:৫২ পিএম
নতুন যে ব্যবসায় শাহরুখ!

অভিনয়ের পাশাপাশি বলিউড বাদশা শাহরুখ খানের রয়েছে নানাবিধ ব্যবসায়। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে দিলেন নতুন ব্যবসার খবর। ওটিটি প্লাটফর্মে পা রাখতে চলেছেন কিং খান। 

টুইট করে শাহরুখ আজ সকালে লিখেছেন,‘ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ নিজের ছবি পোস্ট করে সেখানে লেখা ছিলো, ‘এসআরকে প্লাস’।

এতেই ভক্তরা ধরে নেয় শাহরুখ খান নতুন ব্যবসায় হাত দিতে যাচ্ছেন। যার নাম হতে চলেছে এসআরকে প্লাস।

তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট বলেছে ভিন্ন কথা। রেড চিলিস জানায়, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।

প্রায় চার বছর বিরতির পর ফের বড়পর্দায় ‘পাঠান’ দিয়ে ফিরছেন এসআরকে। ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে।

Link copied!