• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

ছোটবেলায় বাবার সঙ্গে দূরত্ব ছিলো: আলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৮:২৭ পিএম
ছোটবেলায় বাবার সঙ্গে দূরত্ব ছিলো: আলিয়া

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বাবা মহেশ ভাটের ছোটবেলায় দূরত্ব তৈরি হয়েছিল। মহেশ ভাট তখন বলিউডের তুমুল ব্যস্ত প্রযোজক ও পরিচালক। পরিবারকে খুব বেশি সময় দিতে পারতেন না। যে কারণে আলিয়া ভাবতেন তার বাবা একজন তারকা, যে তাদের বাড়িতে এসে হাজির হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে পুরনো এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, বাবার সঙ্গে তার সম্পর্কের উন্নতি হলো যেদিন থেকে তিনি পরিবারকে সময় দেওয়া শুরু করেছিলেন। আর তাদের সম্পর্ক দারুণভাবে মোড় নিল যখন বলিপাড়ায় পা রেখেছিলেন আলিয়া।

আলিয়া আরও বলেন, আমার কাছে বলিউডের তারকার মতো ছিলেন বাবা। হঠাৎ করে কিছুক্ষণের জন্য বাড়ি এলেন। আবার দুম করে চলেও গেলেন। ছোটবেলায় বাবাকে কাছে পাইনি, তাই সেভাবে মিস করতাম না। এরপর ধীরে ধীরে বাবা আমাদের সময় দেওয়া শুরু করলেন, সময় কাটাতে লাগলেন। এখন বুঝি কেন উনি সময় পেতেন না তখন। এই পেশায় কত রকম চাপ থাকে।

Link copied!