• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

কাঁদলেন আলিয়া ভাট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৭:০৪ পিএম
কাঁদলেন আলিয়া ভাট

আলিয়া ভাট প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’র শুটিং শেষ। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, এই ছবির শুটিংয়ের শেষ দিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আলিয়া। শুট শেষে সহকর্মী শেফালি শাহকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই ছবিতে শেফালি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।   

এছাড়া ইনস্টাগ্রামে আলিয়ার সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন শেফালি। ইউনিটের সবার উদ্দেশে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “কোনো কিছুই তাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত করতে পারে না।”

আলিয়া ও শেফালি ছাড়াও এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোশন ম্যাথু ও বিজয় বর্মাকে। বিজয় ও রোশনের সঙ্গেও আলিয়া এবং শেফালির ছবি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি পরিচালনা করেছেন জসমিত কে রীন।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশন এবং শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!