• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত পূর্ণিমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৪:০৩ পিএম
করোনায় আক্রান্ত পূর্ণিমা

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

পূর্ণিমা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বাসাতে বিশ্রামে আছেন।

অভিনয়ের পাশাপাশি পূর্ণিমা উপস্থাপনাতেও ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক পূর্ণিমা। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

সর্বশেষ ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। এই সিনেমা মুক্তি পায় গত বছর ৩১ ডিসেম্বর। বগুড়ার মধুবন সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। পূর্ণিমা এই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Link copied!