• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

করোনা দমাতে পারছে না অমিতাভকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৬:০৪ পিএম
করোনা দমাতে পারছে না  অমিতাভকে

প্রযুক্তি আমাদের জীবনকে করে তুলেছে সহজ। খুলে দিয়েছে নতুন সম্ভবনা। তাই করোনা আক্রান্ত হয়েও দমে গেলেন না নির্মাতা অমিতাভ রেজা। বাসায় থেকেই দিলেন বিজ্ঞাপনের নির্দেশনা। 

জানা যায়, নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করার আগে এই বিপত্তি ঘটে।বিজ্ঞাপনটির প্রস্তুতি এবং তারিখ চূড়ান্ত করা ছিল। সেই অনুযায়ী সেট থেকে শুটিংয়ের সব কিছু প্রস্তুত করা হয়। এরই মাঝে খবর আসে বিজ্ঞাপন চিত্রটির নির্মাতা অমিতাভ করোনা পজিটিভ। তাই বলে হাল ছেড়ে দিলেন না আয়নাবাজীর নির্মাতা। বাসায় বসেই দিলেন নির্দেশনা, শুটিং চললো সেটে। 

গণমাধ্যমকে অমিতাভ রেজার বলেন, ‌“আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম  তৈরি। এর মাঝে এই  বিপদ। অসুখ-বিসুখ কখনও কিছু করতে পারেনি আমাকে। তাই নিজ ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।”

অমিতাভ আরও বলেন, “বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব, যদি টিমটা ভালো হয়।”

শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে টেলিভিশন চ্যানেলগুলোতে। এই বিজ্ঞাপনের মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। 

Link copied!