• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
লতার শেষকৃত্যে শাহরুখ

এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:০৬ পিএম
এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা!

চির বিদায় নিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার চলে যাওয়ায় শোকে কাতর পুরো ভারতীয় উপমহাদেশ। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় লতা মঙ্গেশকরের। তাকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিল গোটা বলিউড। সেখানেই সুন্দর এক মনোরম দৃশ্যের জন্ম দেয় বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার ম্যানেজার পুনম দামানিয়ার। পাশাপাশি এক ফ্রেমে লতা মঙ্গেশকরে জন্য দোয়া করোন শাহরুখ, আর প্রার্থনা করেন পুনম। 
মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতার ঘটনার পর এই প্রথম জনসমক্ষে এলেন শাহরুখ খান। এদিন ফুল দিয়েই লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। তারপর দু হাত উপরে তুলে আল্লাহ-র কাছে লতার আত্মার শান্তি কামনা করেন। শাহরুখকের এই ‘দোয়া’ পড়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশংসায় ভাসছে এই ছবি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘এটাই আমার দেশ, আমার ভারত’। এসআরকে ফ্যানেরা মুগ্ধ এই ভাইরাল ছবিতে। একজন লিখেছেন, ‘একটাই তো মন খান সাহাব, আর কতবার জিতবেন?’

Link copied!