• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

এ যেন তারকা সন্তানের মহামিলন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২২, ১২:০৬ পিএম
এ যেন তারকা সন্তানের মহামিলন!

বলিউডের চলচ্চিত্র নির্মাতা জয়া আখতার করলেন বাজিমাত। বলিউডের বেশ কয়েকজন তারকার সন্তানদের নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘দ্য আর্চি’ সিনেমা। অন্যদিকে বলিউড তারকাদের ছেলেমেয়েদের কাজ করার জন্য ঘুরছিলেন নামকরা সব পরিচালক ও প্রযোজক সংস্থা। জানা যায়, করণ জোহরও অপেক্ষা করছিলেন, কবে শাহরুখের মেয়ে, অমিতাভের নাতি, সাইফের ছেলেদের পর্দায় আনবেন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দ্য আর্চি’র টিজার। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভের নাতি অগস্তা নন্দা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। সঙ্গে রয়েছে বলিউডের নতুন প্রজন্মের একঝাঁক অভিনয়শিল্পী। ছবিটিতে দেখা যেতে পারে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকেও। ছবির টিজারই বলে দিচ্ছে, সিনেমাপ্রেমীদের জন্য প্রস্তুত বলিউডের এই তরুণ প্রজন্ম। 

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে জয়া আখতার পোস্ট করেছিলেন জনপ্রিয় কমিক চরিত্র ‘আর্চি’–এর একটি ছবি। ক্যাপশনে লিখেছিলেন, “এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হচ্ছি। সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম।”

জয়ার সিনেমায় ভেরোনিকার চরিত্রে দেখা যাবে শাহরুখকন্যাকে। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি অভিনয় করছেন বেটি কুপারের চরিত্রে। অন্যদিকে, অমিতাভের নাতি জোয়ার হয়েছেন আর্চি। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!