• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আলিয়ার ভক্ত কিনলেন হলের সব টিকিট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৮:৫৬ পিএম
আলিয়ার ভক্ত কিনলেন হলের সব টিকিট

পছন্দের তারকার জন্য কতো রকম কাণ্ডই না করে ভক্তরা। তবে এবার যা হলো তা পাগলামিই বটে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার পাকিস্তানী ভক্ত মুনিব করলেন অভিনব কিছু। আলিয়ার গাঙ্গুবাই দেখতে হলের পুরো শোয়ের সব টিকিট কিনছেন তিনি। মুনিব নিজেও একজন অভিনেতা। 
 
শুধু মুনিব একা নন, দুবাইয়ের সেই সিনেমাটি দেখতে হাজির ছিলেন তার স্ত্রী আইমান খানও। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। 

গত মাসে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত সিনেমা গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি।

শুধু তাই নয়, সঞ্জয় লীলা বানসালির পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে।

পাকিস্তানি ধারাবাহিক ‘ইয়ে না থি হামারি কিসমত’-এ মুখ্য চরিত্রে দেখা যায় মুনিবকে। পাকিস্তানি টিভি দুনিয়ায় তিনি জনপ্রিয় অভিনেতা।

Link copied!