• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আলিয়া-শাহরুখের নতুন সিনেমা ১০০ কোটি টাকায় বিক্রি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৩:১৩ পিএম
আলিয়া-শাহরুখের নতুন সিনেমা ১০০ কোটি টাকায় বিক্রি

ভাট কন্যা আলিয়া বেশ খোশ মেজাজেই আছেন। অভিনয়ের পাশাপাশি প্রথমবারে মতো নাম লিখিয়েছেন প্রযোজনায়। তার সঙ্গে সহ-প্রযোজনায় রয়েছেন বলিউড কিং শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। সিনেমার নাম ‘ডার্লিংস’। চড়া দামে প্রায় ১০০ কোটি টাকায় ওটিটিতে এই সিনেমার স্বত্ব বিক্রি হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বড় পর্দার চেয়ে নির্মাতারা ওটিটি প্লাটফর্মকেই ছবিটি মুক্তির জন্য শ্রেয় মনে করে। সেজন্য অনেকগুলো ওটিটির সঙ্গে কথা হয়। শেষ পর্যন্ত এটি কিনে নেয় নেটফ্লিক্স। 

কমেডি ঘরনার এই সিনেমায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে। এখানে মেয়ের চরিত্রে প্রযোজক আলিয়া নিজেই অভিনয় করেছেন। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

আলিয়া বর্তমানে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছে । তার ঝুলিতে পরপর রয়েছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কী প্রেমকহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

Link copied!