• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ভিসা না পাওয়ায় জায়েদ খানের প্রতিক্রিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৭:২৬ পিএম
ভিসা না পাওয়ায় জায়েদ খানের প্রতিক্রিয়া

চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। এবারে প্রথমবারের মতো উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের নামফলকে বাংলাদেশের বুথ। বাংলাদেশ থেকে ৭ জনের একটি দলের যাওয়া কথা থাকলেও ভিসা মেলেনি কারো। এই ৭ জনের দলের মধ্যে জায়েদ খানেরও কান উৎসবে যাওয়ার কথা ছিলো।

উৎসবে যেতে না পারার বিষয়টি ভালো ভাবে দেখছেন না ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক। তবে ভিসা না পাওয়ার বিষয়ে আমি কিছু বলতে চাই না। ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয় দেখার জন্য সরকারী কর্মকর্তাসহ বিএফডিসি’র এমডি রয়েছেন। অনুষ্ঠান শেষ হওয়ার দু’দিন আগে কেন আমরা যাওয়ার জন্য দাড়াবো? এটাতো আরও আগে ঠিক করার কথা ছিলো।’

দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এবার বাংলাদেশের একটি বুথ ছিলো কান উৎসবে। আমরা কেউ যেতে পারিনি। এতো বড় একটা স্টলে বাংলাদেশের কেউ যায়নি। স্টলটা খালি পড়ে থাকলো। এতেতো আমার কিছু হয়নি তবে দেশের ভাবমূর্তি নষ্ট হলো। আমি আশা করবো এই বিষয়গুলো আগামীতে মন্ত্রণালয় দেখবে এবং দেশের সুনাম যেন নষ্ট না হয় সে বিষয়ে তারা সার্বিক খেয়াল রাখবে। আমার যাওয়াটা মূখ্য নয় তবে এফডিসির প্রতিনিধিরাও যদি যেতে পারতেন তবেও হতো। সেখান থেকে বলা হয়েছে টাইম শর্ট। আসলেইতো টাইম শর্ট, দুদিন আগে কিভাবে তারা ভিসা দেয়! আরও আগের থেকে প্রিপারেশন নিলে এমন হতো না।’  

 

Link copied!