• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সুযোগ আসছে ঘরে বসে ‘পাঠান’ দেখার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৩:৩৩ পিএম
সুযোগ আসছে ঘরে বসে ‘পাঠান’ দেখার

‘পাঠান’ ঝড়ে তোলপাড় বিশ্বচলচ্চিত্র। ২৫ জানুয়ারি দুনিয়াজুড়ে ছবিটি মুক্তি পায়। তুমুল আলোচিত ছবিটি এবার ঘরে বসে দেখতে পারবেন দর্শকরা। ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ছবিটি। মুক্তির ৫৬ দিনের মাথায় ছবিটি ওটিটি মাধ্যমে আসতে যাচ্ছে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবির সামনে উড়ে গেছে এক ঝাঁক হিন্দি, দক্ষিণি, এমনকি হলিউডের ছবি। বক্স অফিস সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবিটি সবচেয়ে আয়কারী হিন্দি ছবির তালিকার ১ নম্বরে উঠে এসেছে। এখন পর্যন্ত ‘পাঠান’-এর হিন্দি ভার্সন ভারতজুড়ে ৫২১ দশমিক ২০ কোটি রুপি ব্যবসা করেছে। বিদেশের মাটি থেকে ৩৯১ কোটি রুপি আয় করেছে।

মুক্তির ৫০ দিন পার হওয়ার পরও ‘পাঠান’ ভারতের ৮০০ সিনেমা হলে চলছে। ছবিটি এখনো চলছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ইউকে, ফিজি, আইল্যান্ডস, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়াসহ বিভিন্ন দেশের ১৩৫টি সিনেমা হলে।

 

Link copied!