• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

মাতৃভাষা দিবসে উদীচীর ‘বিয়াল্লিশের বিপ্লব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৪:০৩ পিএম
মাতৃভাষা দিবসে উদীচীর ‘বিয়াল্লিশের বিপ্লব’

দীর্ঘ তিন বছর পর মাতৃভাষা দিবসেই আবার মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘বিয়াল্লিশের বিপ্লব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আগামী ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে এই যাত্রাপালাটি।

উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস কেন্দ্র করে প্রসাদকৃষ্ণ ভট্টাচার্য্য রচিত এ যাত্রাপালাটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত যাত্রাশিল্পী ও নির্দেশক ভিক্টর দানিয়েল। সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন মোফাখখারুল ইসলাম জাপান।

১৯৪২ সাল বাংলাদেশ তথা ভারতবর্ষের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। অগ্নিযুগের অগ্নিগর্ভ বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে বাংলার মৃত্যুপাগল যৌবন সেদিন যেভাবে দাবানলের মতো জ্বলে উঠেছিল, জীবনপণ করে নির্ভীক সৈনিকের মতো আমৃত্যু যুদ্ধ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্যে, তাদেরই কিছু কাল্পনিক চরিত্রের সমাবেশ এ যাত্রায় চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। 

এ যাত্রার চরিত্রগুলোর মধ্যে যেমন জন্মভূমি মায়ের মুক্তি সংগ্রামে নিবেদিত বীরসন্তানরা রয়েছে, তেমনি রয়েছে স্বার্থের মোহে অন্ধ ইংরেজের ক্রীতদাস।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উদীচীর নাটক বিভাগের নিয়মিত নাট্যকর্মীরা।

যাত্রাপালাটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে উদীচী।  

Link copied!