• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘কমিটির মেয়াদ শেষ অথচ নিপুণ সমিতির কার্যালয়কে মিটিং ঘর বানিয়েছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০২:৪৩ পিএম
‘কমিটির মেয়াদ শেষ অথচ নিপুণ সমিতির কার্যালয়কে মিটিং ঘর বানিয়েছে’
এফডিসির ক্যান্টিনের সামনে মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

‘কমিটির মেয়াদ শেষ অথচ নিপুণ শিল্পী সমিতির কার্যালয়কে মিটিং ঘর বানিয়েছে। এটি ঠিক না, কারণ, এই কমিটির এখন মেয়াদ নেই, তারা কার্যালয়কে ব্যবহার করতে পারে না। এটা অন্যায় বলে মন্তব্য করেছেন মিশা সওদাগর।

রোববার ( ১৭ মার্চ) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে মাহমুদ কলি-নিপুণের সংবাদ সম্মেলন চলছিল, তখন এফডিসির ক্যান্টিনের সামনে মিশা-ডিপজল প্যানেলের ইফতার–পরবর্তী অনুষ্ঠান চলছিল। সেখান থেকে মিশা সওদাগর নিপুণকে উদ্দেশ করে একথা বলেন।

এ ব্যাপারে নিপুণের কাছে জানতে চাওয়া হলে অস্বীকার করেন বিষয়টি। তিনি বলেন, ‘আমরা এখানে মিটিং করছি না। আমরা সংবাদ সম্মেলন করেছি। এটি সমিতির সদস্য হিসেবে যে কেউই করতে পারেন।’

এবারের শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করবেন। মাহমুদ কলি- নিপুণ প্যানেলের সঙ্গে লড়বেন মিশা-ডিপজন প্যানেল। 
আগামী ২৭ এপ্রিল বিএফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু।
 

Link copied!