শ্যাল মিডিয়ায় নারী তারকাদের প্রতি অশালীন মন্তব্য, কুরুচিপূর্ণ বার্তা ও অনাকাঙ্ক্ষিত আক্রমণ—বলিউডে এটি যেন নিয়মিত দৃশ্য। এবার এমন আচরণের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি তুললেন জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। তার মতে, বাস্তব জীবনে নারীদের হয়রানি করলে যেমন শাস্তি হয়, অনলাইনেও একই অপরাধ করলে সমান শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্প্রতি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সেলিব্রিটিদের নিয়ে নেতিবাচক ও অপমানজনক মন্তব্য বাড়তে থাকায় মুখ খুলেছেন মহারানি খ্যাত এই অভিনেত্রী।
হুমা বলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেন বিকিনি পরা ছবি দাও। আবার পোস্ট করলে উল্টো সমালোচনা করেন। এই দ্বিমুখী আচরণ অত্যন্ত ক্লান্তিকর। রাস্তায় একজন নারীকে হয়রানি করলে যেমন আইন আছে, সোশ্যাল মিডিয়ায় একই ধরনের ব্যবহারের ক্ষেত্রেও ব্যবস্থা থাকা উচিত। কোনো ভেদাভেদ চলে না।”
তিনি আরও জানান, “আমার ইনবক্সে কেউ অশ্লীল ছবি পাঠালে বা অপমানজনক মন্তব্য করলে তার শাস্তি হওয়া উচিত। নারীরা কী পোশাক পরলেন, কেমন জীবনযাপন করেন, কখন বাসায় ফিরলেন—এসব বিচার করা সম্পূর্ণ অযৌক্তিক।”
হুমার এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমর্থন দেখা গেছে। নারী-পুরুষ উভয়েই মত দিয়েছেন, অনলাইন হোক বা অফলাইন—যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা জরুরি।
এদিকে অভিনয় ক্যারিয়ারের দিক থেকেও দারুণ সময় পার করছেন হুমা কুরেশি। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ ইতোমধ্যেই দর্শকপ্রশংসা কুড়িয়েছে।



































