ভারতের ছোটপর্দার জনপ্রিয় মুখ রনিত রায়—অনেকের কাছে পরিচিত ‘কেডি পাঠক’ নামে। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে দর্শকদের মন জয় করা এই তারকা এবার জানালেন, নিজের মানসিক সুস্থতা ও ব্যক্তিগত শান্তির জন্য তিনি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় রনিত লিখেছেন, তিনি যে ভালোবাসা পেয়েছেন তা তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তবে জীবনের এই পর্যায়ে এসে পরিবার ও নিজের যত্ন নেওয়াকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতে চান।
রনিত বার্তায় লেখেন, “আমার মনে হয় এখন সময় এসেছে নিজের এবং পরিবারের দিকে আরও মনোযোগ দেওয়ার। মানসিকভাবে আরও শক্ত হতে আমি কিছু সময়ের জন্য ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকছি। এটি সাময়িক হলেও ঠিক কখন ফিরব তা বলতে পারছি না।” ভক্তদের ভালোবাসা থেকে দূরে থাকা যে তার জন্য সহজ নয়, তাও স্বীকার করেছেন অভিনেতা।
দীর্ঘদিন ধরে দর্শকের প্রিয় আদালত সিরিজের আইনজীবী ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন রনিত। যুক্তিনির্ভর কথোপকথন, শান্ত স্বভাব আর তীক্ষ্ণ আইনি বিশ্লেষণ—সব মিলিয়ে এই চরিত্র ভারতসহ বাংলাদেশেও বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করেছে। তাই তার হঠাৎ সোশ্যাল মিডিয়া বিরতি ভক্তদের মধ্যে খানিক উদ্বেগ তৈরি করলেও অনেকেই সিদ্ধান্তটিকে সম্মান জানাচ্ছেন।



































