প্রায় ১১ বছর আগে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈবাহিক সম্পর্কের ইতি টানেন মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে। তাদের দাম্পত্যে রয়েছে একটি কন্যাসন্তান। বিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরেই বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হলেও আর কোনো সম্পর্কে বিয়ে পর্যন্ত যাননি তিনি।
তবে কয়েক বছর আগে তিনি জড়িয়েছিলেন একটি প্রেমের সম্পর্কে। চার বছর স্থায়ী সেই সম্পর্কটি ভেঙে যায় গত বছরের শুরুতে—যার কথা নিজেই জানিয়েছেন বাঁধন। একই বছরে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অস্থির পরিস্থিতি এবং ব্যক্তিগত সম্পর্ক ভাঙনের ধাক্কায় মানসিকভাবে কঠিন সময় পার করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে সেই দিনগুলোর কথা স্মরণ করে বাঁধন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের অবস্থা আর আমার ব্রেকআপ—সব মিলিয়ে জীবন যেন পাল্টে গিয়েছিল।”
বর্তমানে তিনি মিরপুরে মা-বাবা ও মেয়েকে নিয়ে থাকছেন। পরিবার থেকেও এখন আর বিয়ে নিয়ে কোনো ধরনের চাপ আসে না বলে জানান এই জনপ্রিয় অভিনেত্রী।
তার ভাষায়, “বিয়ে নিয়ে একটা ট্রমা তো রয়েছেই। তবে এখন আমি অনেক বেশি শান্তিতে আছি। পরিবার–সন্তান–কাজ—সব মিলিয়ে জীবনের সুন্দর সময় যাচ্ছে।”
এদিকে দীর্ঘ বিরতির পর ফের প্রেমে পড়েছেন বাঁধন। এবার সম্পর্কটি নিয়ে তিনি বেশ ইতিবাচক।
তিনি বলেন, “প্রেম খুবই সুন্দর। আমি প্রেমে আছি—এটা বলতে দ্বিধা নেই। এই সম্পর্ককে যত্ন করে এগিয়ে নিতে চাই। খুব শিগগিরই সবাইকে জানাবো।”


































