• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২,
  • ১লা জমাদিউস সানি, ১৪৪৭

ছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণ চেষ্টা, শিক্ষককে গণপিটুনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১০:৫৫ এএম
ছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণ চেষ্টা, শিক্ষককে গণপিটুনি

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় পিটিআই ইন্সটিটিউশন পরীক্ষণ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ঘিরে রোববার উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে খবরটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়তেই অভিভাবক, স্থানীয় মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিদ্যালয়ের ভেতর ঢুকে অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে (৩৩) গণপিটুনি দেয় জনতা।

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান। বিক্ষুব্ধদের একটি অংশ তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত শক্তি মোতায়েন করতে হয়।

গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানালে পরিবারের সদস্যরা প্রতিবাদ করেন। পরে ভুক্তভোগীর বাবা মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত রোমান মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বৌ-বাড়ি এলাকায়। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, “অভিযুক্ত শিক্ষককে জনগণের হাত থেকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার কথা বিদ্যালয়ের সুপারিন্টেনডেন্ট মো. আমিনুল ইসলামকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ ঘটনার পর এলাকাবাসী শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেন।

প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে স্কুল এলাকায় মাইকিং করে অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, “একজন শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছি। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা তদন্তাধীন, প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার বিকেলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করে, পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!